Posts

Showing posts from June, 2025
Image
 নিয়ম মেনে কাজ করুন।  নিয়ম মেনে কাজ করলে, সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন। ইন শা আল্লাহ্। 👇 এই পোস্টের 👇 নিচে ফেসবুক পোস্টের লিংক দেওয়া আছে। 👉 পোস্ট লিঙ্ক এ ক্লিক করার আগে নিচের 👇 এই photo এর উপর একটা ক্লিক করতে হবে। তারপর কিছু এড আসতে পারে। এড গুলো ৫/৬ সেকেন্ড দেখে (২) টা স্ক্রিন সর্ট জমা দিতে হবে। 👉 এটা না করলে পেমেন্ট পাবেন না। ❌ 👆👆 উপরের photo টার উপর আগে ক্লিক করে 👆👆 ৫/৬ সেকেন্ড এড দেখে,, তারপর 👇 নিচের লিংকে ক্লিক করবেন।                       httpps;///www.facebook.com//6157803670524/posts/122104134545//mibextid=rS4aB7S9Ucbxw
 এই কাজটি করার জন্য যা যা করতে হবে এবং যে সকল প্রমাণ গুলো জমা দিতে হবে তা নিচের বিস্তারিত জেনে নিন... আপনার কাজটি হালাল করে টাকা নিন। (ভিডিও দেখার কাজ আপডেট করা হয়েছে।) 👉 কাজ হলো ফেসবুক পোস্ট এ লাইক কমেন্ট ফলো And শেয়ার করা।  ধন্যবাদ। 1, প্রথমে এই পেজের একটা স্ক্রিন সর্ট নিন। 2, তারপর নিচে click now তে লিংক করলে, ফেসবুক পোস্ট এর লিঙ্ক পেয়ে যাবেন। তারপর সেই লিংক এ ক্লিক করলে, ফেসবুক পোস্ট এ নিয়ে যাবে। 3, তারপর পোস্ট টি তে,  লাইক, কমেন্ট, পেজ টি তে ফলো, করে ৩ টা স্ক্রিন সর্ট নেবেন। 4, পোস্ট টা অবশ্যই আপনার ফেসবুক আইডি তে শেয়ার করে ১টা স্ক্রিন সর্ট নেবেন এবং আপনার ফেসবুক আইডির লিংক টা দিবেন। 5, মোট ৫ টা স্ক্রিন সর্ট এবং পরবর্তী পেজে আর ২ টা স্ক্রিন সর্ট আছে। সব মিলিয়ে মোট ৭ টা স্ক্রিন সর্ট দেবেন। 👇 কাজটি করতে নিচের Click Now তে ক্লিক করুন 👇                                                            Click Now

বোয়ালখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Image
 পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা-মোটরসাইকেল, নিহত ৩ কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন রাত ১টায় প্রথম আলোকে জানান, দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশু। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে জানালিহাট স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি। ট্রেনচালক সংকেত অমান্য করেছেন কি না-এমন প্রশ্নের জবাবে নেজাম উদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। আবার উল্টো দিক থেকে গাড়ি...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমজীবী ড্রাইভারের

Image
 আজ (০৫ জুন ২০২৫), শেরপুর জেলার নকলার পাঠাকাটা ও তালতলি বাজারের মাঝামাঝি মগরের তালগাছ সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, একটি ডাম্প ট্রাক দিয়ে মাটি নামানোর সময় হঠাৎ করে ট্রাকটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ড্রাইভার মাটি নামাতে গিয়েছিলেন প্রতিদিনের মতোই। কিন্তু অসতর্কতায় অথবা বিদ্যুতের তার নিচে মাটি ফেলতে গিয়ে ট্রাকের দেহ বা লোডিং অংশ বিদ্যুৎ লাইনের খুব কাছাকাছি চলে আসে। মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ অফিসে খবর দেন ও থানায় যোগাযোগ করেন। তবে ততক্ষণে চালক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। এই দুঃখজনক ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন, এমন অনেক জায়গায় বিদ্যুৎ লাইন ঝুঁকিপূর্ণভাবে নিচু অবস্থায় রয়েছে, যা বড় বিপদের কারণ হতে পারে।

শুক্রবার ৬ জুন, সৌদি আরবে ঈদ

Image
সৌদি আরবে আগামীকাল, শুক্রবার, ৬ জুন ২০২৫, পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। গত ২৭ মে সন্ধ্যায় জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার পর ২৮ মে থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হয়েছে। এই অনুযায়ী, জিলহজ্জের ১০ তারিখে ঈদুল আযহা পালিত হবে । ঈদুল আযহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা হজ্বের আনুষ্ঠানিক সমাপ্তি এবং ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে পালিত হয়। এই দিনে মুসলমানরা পশু কোরবানি দিয়ে তা আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে বণ্টন করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই দিনে ঈদ উদযাপিত হবে। অন্যদিকে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদের দিন নির্ভর করে স্থানীয় চাঁদ দেখার উপর। এ বছর বাংলাদেশে ঈদুল আযহা শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সৌদি আরবে ঈদুল আযহা উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের জামাতের আয়োজন চলছে, এবং হজ্ব পালনকারীরা আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন। এই উৎসব মুসলিমদের জন্য আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও দানশীলতার প্রতীক। বিশ্বজুড়ে মুসলমানরা এই দিনে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন, পশু কোরবানি দেন এবং সমা...

৪ জন গরুর ব্যাপারি নিহত

Image
 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।  আজ (০৪ জুন)সকাল ৬:৩০ মিনিটে ভাঙ্গা -বরিশাল মহাসড়কে চুমুরদী ইউনিয়নের বাবনাতলা নামক বাস স্টেশনে একটি পরিবহন গাড়ি মাহিন্দ্রকে চাপা দেয়।ঘঠনা স্থলে ৬ জন গরুর ব্যবসায়ীদের মধ্যে চার(৪) জন জায়গায় মারা যায়। গরুর ব্যবসায়ীর সবাই টেকেরহাটের উদ্দেশ্যে গরু কিনতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

আনলিমিটেড টাইপিং জব

Image
টাইপিং জবের ধারণা পেতে নিচের তথ্য গুলো জেনে নিন। 👇👇👇👇👇👇👇👇👇👇 আচ্ছা টাইপিং জব বলতে আপনি কি বোঝেন? বেশিরভাগ সবাই বলে যে, হয়তো কোনো একটা পিকচার এর ভিতরে কিছু লেখা থাকবে সেগুলো দেখে দেখে টাইপ করে সাবমিট গ্রুপে জমা দিতে হবে। আসলে এই কথা টুকু কতটুকু সত্য? 🤔🤔 আপনি কি কখনো দেখছেন আগে, যে পিকচারের ভিতরে কিছু লেখা থাকলে সেই গুলো দেখে দেখে টাইপ করলে টাকা আসে?? 😂😂 এই রকম যদি কোনো কাজ থাকতো তাহলে তো মানুষ আর অন্য কোনো কাজ করতো না। তারা সবাই তো স দিনে কোটিপতি হয়ে যেতো। আরে ভাই পিকচার এর ভিতরে তো অলরেডি লেখাই আছে, আপনি আর কি লিখবেন?? আপনার তো একটা common sense আছে। এই সব টাইপিং জব বলে কিছুই হয় না।  এই টাইপিং জব নিয়ে অনলাইনে বড় একটি প্রতারণার চক্র চলছে। সবাই সবার থেকে এড ফি চাই। এবার আপনি যখন এই এড ফি দিবেন, তখন সাথে সাথে আপনাকে বুলাক করে দেবে।  আর আপনি বলবেন যে সবাই প্রতারক, সবাই টাকা মেরে খাই, অনলাইনে টাকা আয় করা যায় না। এই রকম কান্ড জ্ঞান হীন মানুষের মতো কথা বললে হবে না।    অনলাইনে আসছেন ভালো কোনো সাইটে দেখে, শুনে, বুঝে, কাজ করবেন। আপনি মনে করছেন যে, আমি অ...

ট্রাক খাদে পড়ে নিহত ২ জন

Image
  আহা জিবন....   কোরবানিতে ১২ জন মিলে পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল, এখন দু'জনকে লা'শ হয়ে ভ্যান গাড়িতে বাড়ি ফিরতে হচ্ছে। হায়রে জীবন 😥 খবর: কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে ১টি টমটমকে সাইট দিতে গিয়ে নিয়'ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খা'দে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চা'পা পড়ে ঘটনাস্থলেই দুই গরু ব্যাপারী নি'হ'ত হন, তাছাড়া ২টি গরুও মা'রা গেছে।

বাজারে এলো আকিজের প্রাইভেট কার

Image
অটোমোবাইল বাজারে এক নতুন চমক নিয়ে এসেছে আকিজ গ্রুপ। তারা নিয়ে এসেছে একটি স্বল্পদাম ও সম্পূর্ণ বৈদ্যুতিক প্রাইভেট কার, যার নাম "সঙ্গী"। মাত্র ১ লাখ টাকায় এই গাড়ি কিনে অনেকেই এখন নিজের বাহনে চলার স্বপ্ন পূরণ করতে পারছেন। 🔋 পুরোপুরি ব্যাটারি চালিত "সঙ্গী" নামের এই গাড়িটি একটি ইলেকট্রিক প্রাইভেট কার, যা চলে শতভাগ বিদ্যুতে। এটি পরিবেশবান্ধব এবং চলাচলে খরচ প্রায় নেই বললেই চলে। শুধু চার্জ দিলেই ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে চালানো যায় । 💰 দাম শুনে অবাক হবেন! এই গাড়িটির মূল্য ধরা হয়েছে মাত্র ১ লাখ টাকার কাছাকাছি। এত কম দামে একটি প্রাইভেট বাহন পাওয়ার বিষয়টি বাংলাদেশে এই প্রথম! এটি মূলত সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে তৈরি, বিশেষ করে যারা প্রাইভেট গাড়ির স্বপ্ন দেখেন কিন্তু উচ্চ মূল্যের কারণে তা অর্জন করতে পারেন না।   🚗 ডিজাইন ও ফিচার গাড়িটির নকশা ছোট ও কমপ্যাক্ট হলেও একেবারে প্রাইভেট কারের মতো দেখতে। এতে রয়েছে— চারটি চাকা সম্পূর্ণ আবদ্ধ কেবিন দরজা ও জানালা হেডলাইট ও ব্যাকলাইট আধুনিক কন্ট্রোল সিস্টেম 🌱 কেন এই গাড়ি কিনবেন? ✅ ফুয়েল খরচ নেই, চার্জ দিলেই চলে ✅ সহজে শহরের মধ্যে...

দুপুরের আগে যে সব জেলায় বৃষ্টির আশঙ্কা আছে

Image
 দেশের ৮ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (০৩) ভোর ৫টা থেকে দুপুরে ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং...

সুযোগ বাড়ছে সরকারি কর্মচারীদের

Image
 সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও তাদের জন্য 'বিশেষ সুবিধার' পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার সকালে উপদেষ্টা পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বিকালে বাজেট বক্তৃতায় তিনি বলেন, "২০১৫ সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি।" বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় রয়েছে। মহার্ঘ ভাতার বিষয়ে এর আগে ইতিবাচক মন্তব্য শোনা গেছে অর্থ উপদেষ্টার মুখেও। ২০ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, "মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়ত একটু সময় লাগবে।" তবে সরকারি কর্মচারীদের জন্য কী ধরনের সুবিধা থাকবে কিংবা কতটা বাড়ানো হবে, তা অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় স্পষ্ট নয়...

বাজারে আসছে নতুন নোট

Image
  আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার (টাকা ও কয়েন) নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।  সে অনুযায়ী টাকার নতুন নকশার নোট এক এক করে ছাড়া হচ্ছে। ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কী থাকছে, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট। আগের সব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তাঁর ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে ২৩৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের। ২০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা 'গ্রাফিতি-২০২৪' শীর্ষক একটি গ্রাফিতি মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটেও বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

তিস্তার পানি বাড়ছে, লালমনিরহাটে বন্যার আশঙ্কা

Image
 নিজস্ব প্রতিবেদক | ২ জুন ২০২৫ লালমনিরহাটে বন্যার আশঙ্কা  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে লালমনিরহাটসহ তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয় প্রশাসনের মতে, পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। ঘর ছাড়ছেন অনেক মানুষ  বিপৎসীমার কাছাকাছি পানি রবিবার (১ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সবগুলো — মোট ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা যায়। চরাঞ্চলে প্লাবন শুরু পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে লালমনিরহাট জেলার আদিতমারী, হাতীবান্ধা, গড্ডিমারী, মহিষখোচা, খুনিয়াগাছ এবং গোকুন্ডা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব এলাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক জমির ধান, সবজি ও শাকসবজি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা বিপাকে ...