ট্রাক খাদে পড়ে নিহত ২ জন
আহা জিবন....
কোরবানিতে ১২ জন মিলে পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল, এখন দু'জনকে লা'শ হয়ে ভ্যান গাড়িতে বাড়ি ফিরতে হচ্ছে। হায়রে জীবন 😥
খবর: কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে ১টি টমটমকে সাইট দিতে গিয়ে নিয়'ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খা'দে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চা'পা পড়ে ঘটনাস্থলেই দুই গরু ব্যাপারী নি'হ'ত হন, তাছাড়া ২টি গরুও মা'রা গেছে।


Comments
Post a Comment