আনলিমিটেড টাইপিং জব

টাইপিং জবের ধারণা পেতে নিচের তথ্য গুলো জেনে নিন। 👇👇👇👇👇👇👇👇👇👇



আচ্ছা টাইপিং জব বলতে আপনি কি বোঝেন? বেশিরভাগ সবাই বলে যে, হয়তো কোনো একটা পিকচার এর ভিতরে কিছু লেখা থাকবে সেগুলো দেখে দেখে টাইপ করে সাবমিট গ্রুপে জমা দিতে হবে। আসলে এই কথা টুকু কতটুকু সত্য? 🤔🤔

আপনি কি কখনো দেখছেন আগে, যে পিকচারের ভিতরে কিছু লেখা থাকলে সেই গুলো দেখে দেখে টাইপ করলে টাকা আসে?? 😂😂 এই রকম যদি কোনো কাজ থাকতো তাহলে তো মানুষ আর অন্য কোনো কাজ করতো না। তারা সবাই তো স দিনে কোটিপতি হয়ে যেতো। আরে ভাই পিকচার এর ভিতরে তো অলরেডি লেখাই আছে, আপনি আর কি লিখবেন?? আপনার তো একটা common sense আছে। এই সব টাইপিং জব বলে কিছুই হয় না। 



এই টাইপিং জব নিয়ে অনলাইনে বড় একটি প্রতারণার চক্র চলছে। সবাই সবার থেকে এড ফি চাই। এবার আপনি যখন এই এড ফি দিবেন, তখন সাথে সাথে আপনাকে বুলাক করে দেবে। 


আর আপনি বলবেন যে সবাই প্রতারক, সবাই টাকা মেরে খাই, অনলাইনে টাকা আয় করা যায় না। এই রকম কান্ড জ্ঞান হীন মানুষের মতো কথা বললে হবে না। 

 

অনলাইনে আসছেন ভালো কোনো সাইটে দেখে, শুনে, বুঝে, কাজ করবেন। আপনি মনে করছেন যে, আমি অনলাইনে আসছি এবার লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে চলে যাবো। কাজ কি অত সোজা??? আপনি কি নতুন অবস্থায় কি বাল ডা পারেন যে মানুষ আপনাকে কাজ দেবে। কাজ করার আগে ও তো একটা অভিজ্ঞতা লাগে,,, সেই অভিজ্ঞতা যদি আগে অর্জন না করেন তাহলে টাকা কি আপনাকে গালে তুলে দেবে???


তাই বলি কি অনলাইনে এই সব (আজে-বাজে) কাজের পিছনে সময় নষ্ট না করে, ভালো কোনো freelancing সেক্টর এ কাজ শুরু করেন। আগে কাজ শেখেন তারপর জীবন ভোর ইনকাম করুন।


আর এই কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু টাকা ব্যয় করতে হবে। কারন আপনাকে আগে কাজ শিখতে হবে, তারপর ইনকাম। আর এই শিক্ষা টা আপনাকে কেউ ফ্রি ফ্রি দেবে না। তাই আপনার যত বড় পিরিতের লোক হোক না কেনো??


আশা করি কথা গুলো মাথায় রাখবেন। আর আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙂

Comments

Popular posts from this blog