বাজারে আসছে নতুন নোট
আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার (টাকা ও কয়েন) নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
সে অনুযায়ী টাকার নতুন নকশার নোট এক এক করে ছাড়া হচ্ছে। ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কী থাকছে, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট।
আগের সব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তাঁর ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে ২৩৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের।
২০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা 'গ্রাফিতি-২০২৪' শীর্ষক একটি গ্রাফিতি মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটেও বেঙ্গল টাইগারের মুখ থাকবে।




Comments
Post a Comment