Posts

Showing posts from July, 2025

মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স

Image
                        লাইভ ক্লাস ভিডিও  Skill Lab: মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখুন। নিজের গল্প বলুন। সৃজনশীলতাকে বাস্তবে রূপ দিন।  এই কোর্সের ভিডিও তে মোট ১০টা লাইভ ক্লাস এর রেকর্ডেড ভিডিও  দেওয়া হয়েছে। প্রত্যেক টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। একটি করে ভিডিও দেখবেন এবং প্রাক্টিস করবেন। সব গুলো ভিডিও একবারে দেখবেন না।  প্রথমে ১ নং ভিডিও দিয়ে শুরু করবেন এবং ১০ নং ভিডিও দিয়ে শেষ করবেন। Steps By Steps Follow করবেন। ধন্যবাদ।           মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং  Class no 1 Class no 2 Class no 3 Class no 4 Class no 5 Class no 6 Class no 7 Class no 8 Class no 9 Class no 10 প্রত্যেক টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ 🥰 আপনার জন্য শুভ কামনা 🥰

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Image
 দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সবশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

যে যে জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা আছে

Image
 দেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে, ফলে আগামী চারদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৭জুলাই) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপ...

বজ্রপাতে গাছতলায় আশ্রয় নেয়া বাবা-ছেলের মৃত্যু

Image
ময়মনসিংহের নান্দাইলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-স্থানীয় মৃত আব্দুছ ছাত্তারের ছেলে সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তুফা (৪২) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম। স্থানীয়রা জানায়, বিকেল ৪ টার দিকে গোলাম মোস্তুফা নিজ বাড়ির পাশের মাঠে বীজতলায় কাজ করছিলেন। পরে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় তিনি ছেলেকে নিয়ে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নিতে গেলে গাছের ওপর বজ্রপাত হয়। গাছের একটি ডাল ভেঙে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোস্তফার মৃত্যু হয়। কিছুক্ষণ পর মারা যায় শিশুপুত্র নাঈমও। পরিবার জানায়, প্রায় আট বছর সৌদি আরবে থাকার পর চার মাস আগে দেশে ফিরেছিলেন মোস্তুফা। তিনি আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই প্রাণ হারালেন বাবা-ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মোস্তফার স্ত্রী শেফালি বেগম। আরও পড়ুন: মাঠ থ...

রাতে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

Image
দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে দেশের কয়েক বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী সপ্তাহেও সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চিনের ক্ষুদ্র ড্রোন আবিষ্কার

Image
 সিনেমার কল্পকাহিনী নয়। চীন বানিয়ে ফেলেছে মশার মতো অতি ক্ষুদ্র ড্রোন। সম্প্রতি চীনের National University of Defense Technology–এর বিজ্ঞানীরা এই ‘ন্যানো ড্রোন’–টি প্রকাশ্যে এনেছেন, যার নকশা, গঠন এবং গতি প্রকৃতি একেবারে একটি জীবন্ত মশার মতোই। এর চোখে-মুখে লুকানো আছে ক্যামেরা, মাইক্রোফোন এবং নজরদারি যন্ত্র। এই ড্রোনটির শরীর কালো, পাখাগুলো পাতার মতো এবং পা এতটাই পাতলা যেন চুলের মতোই সরু। এটি এত ছোট যে খালি চোখে দেখাও মুশকিল, এতে ব্যবহার করা হয়েছে স্টিলথ প্রযুক্তি যেটা রাডার সিস্টেমও সহজে ধরতে পারে না। https;//xssokk./register?promo_code=C4BBF অথচ, এর ভেতরে লুকিয়ে আছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা, শব্দ রেকর্ডার এবং এমনকি ইলেকট্রনিক সিগন্যাল ধরার প্রযুক্তিও! শুধু গুপ্তচরবৃত্তি বা নজরদারিই নয়, এই ড্রোন ভবিষ্যতে আরও ভ'য়ঙ্কর উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করছেন নি'রাপত্তা গবেষকরা। এই কারণেই এটি এখন বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে। তবে চীন যে প্রযুক্তিগত দিক থেকে অনেকে এগিয়ে গেছে এটা মানতেই হবে।